ভোলাহাটে ২দিনবাপী আমচাষিদের প্রশিক্ষণ শেষ হয়েছে

সোমবার :: ১২.০৩.২০১৮

ভোলাহাটে ২ দিনবাপী আমচাষিদের প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় নিজস্ব মিলনায়তনে এনএটি-২/পিআইউই-বিএআরসি’র আর্থীক সহায়তায় আমচাষিদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম উৎপাদনের কলাকৌশল বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণের শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল¬াহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকার কোর্ষ পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, প্রশিক্ষণের প্রশিক্ষক যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ গবেষণা কেন্দ্রের আঞ্চলিক উদ্যোনতত্বের সিনিয়র বিজ্ঞানী ড. হামিম রেজা, ড. শফিকুল ইসলাম, ড. শরফ উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। ২দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার মোট ৪০ জন আমচাষি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …