মঙ্গলবার ঃঃ ০১.০৮.২০১৭
ভোলাহাটে দুপুর ১২টা থেকে ১ পর্যন্ত এক টানা ভারি বর্ষনে তলিয়ে গেছে হাফ কিলোমিটার রাস্তা। আজ মেডিকেল মোড় থেকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের প্রধান গেট পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা ২ থেকে আড়াই ফুট নিচে তলিয়ে যাওয়ায় ছুটি শেষে বাড়ী ফেরা শিক্ষার্থীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়া বৃহত্তর বজরাটেক প্রবেশ দ্বার পানির নিচে তলিয়ে পড়ায় অন্যান্য পেশাজীবিদের অসহনিয় দূর্ভোগে পড়তে হচ্ছে। এলাকাবাসি দ্রুত ড্রেন নির্মাণ করে জলবদ্ধতা দূর করার দাবী জানিয়েছেন।