
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ ও ভারতের যৌথ সীমান্ত হাটের জায়গা পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। মঙ্গলবার দুপুর ১২টায় সীমান্ত হাটের জায়গা পরিদর্শনে ভোলাহাটে আসেন তিনি।
শ্রী মনোজ কুমার বাংলাদেশ ও ভারত সীমান্তে ১৯৯, ৩এস পিলারের কাছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হোসেনভিটা এলাকায় হাটের জন্য জায়গা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, ভারতের কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগেল, ভোলাহাটের বিজিবির চাঁনশিকারী কোম্পানি কমান্ডার সুবেদার মুখলেসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম বলেন- ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার স্থানটির সম্ভাব্যতা যাচাই করে গেলেন। এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা আশাবাদী, সীমান্ত হাটটি বসানো সম্ভব হবে।