শনিবার :: ১৬.০৯.২০১৭
ভোলাহাটে সাংস্কৃতিক সংগঠন জামবাড়ীয়া ইউপি নাট্যগোষ্ঠি আয়োজিত রূপান্তর এনজিও সংস্থার সহযোগিতায় বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয় পাঠাগারে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পিয়ারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠনের ২০ জন সদস্য। এসময় সভা পরিচালনা করেন রূপান্তর এনজিও সংস্থার ফিল্ড অফিসার কামরুজ্জামান রানা। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৫টি ইউনিয়নে রূপান্তর ও সহযোগি সংগঠন প্রয়াস, বিইউপি ও আসুস এ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।