বুধবার ঃঃ ১৪.০৬.২০১৭
ভোলাহাটে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, রেশম উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ সহকারী পরিচালক মাহবুব-উল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেনসহ অন্যরা। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন বিষয়ে উন্নয়নের সফলতা তুলে ধরেন এবং আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।