শনিবার :: ১৬.০৯.২০১৭
ভোলাহাটে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ আয়োজিত শেখ রাশেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান, ইঞ্জিনিয়ার আলহাজ্ব আমিনুল হকসহ অন্যান্যরা। উদ্ধোধনী খেলায় পোল্লাডাংগা ফুটবল একাদশ ১-০ গোলে কাশিবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে। এ খেলায় জেলার মোট ১৬টি ফুটবল দল অংশ নিবে।