রবিবার ঃঃ ১৫.০১.২০১৭
ভোলাহাট উপজেলায় শীতবস্ত্র বিতরন করেছে ৫৯ বিজিবি। উপজেলার গিলাবাড়ি সীমান্ত ফাঁড়ীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক অসহায় মানুষকে কম্বল ও শুয়েটার তুলে দেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হাসান মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী, গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানি জর্জ, চানশিকারী ক্যাম্প কোমান্ডার সুবেদার বেলায়েত হোসেন, চামুশা বিওপি’র কোমান্ডার নায়েক সুবেদার সিরাজ, ভোলাহাট স্পেশাল বিওপি’র কোমান্ডার নায়েক সুবেদার আব্দুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ।
এদিকে, সামাজিক দায়বদ্ধতার সিএসআর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা। আজ বিকেলে পৌর পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ২০০ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবঞ্জ নাগরিক কমিটির আহব্বায়ক সৈয়দ হোসেন আহমেদ, ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, ম্যানেজার অপারেশন বিমল চন্দ্র বর্মন, ব্যবসায়ী ক্ষুদিরাম পালসহ অন্যান্যরা।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …