বৃহস্পতিবার::০৯.০২.২০১৭
ভোলাহাটের ভবানীপুর গ্রামের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্জন মাঠে অভিযান পরিচালনা করে র্যাব-৫। র্যাব-৫ জানায়, আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ১ টি পিস্তল, ১ টি, শ্যুটার গান, ২ টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও ১ টি মোবাইল ফোনসহ একজনকে আটক করে। আটক ব্যক্তি একই উপজেলার লম্বাটোলা এলাকার মোকলেছুর রহমানের ছেলে আব্দুল আলিম। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।