ভোলাহাটে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন।

সোমবার::০৬.০২.২০১৭
ভোলাহাট উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কমান্ডার সিরাজুল হকের সভাপতিত্বে সকাল ১০টা থেকে যাচাই-বাছাই কার্যক্রম চলে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত। এ সময় সদস্য সচিব হিসেবে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন, উপজেলা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ডা. আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য আফসার হোসেন, কেন্দ্রীয় কমান্ডের প্রতিনিধি সদস্য রাব্বুল হোসেন ও জেলা কমান্ডের প্রতিনিধি একরাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ভোলাহাট উপজেলার লাল মুক্তিবার্তার নামধারীগণ উপস্থিত থেকে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই এ অংশগ্রহণ করেন। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন জানান, ভোলাহাট উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য আবেদন করেন মোট ২০৬ জন। এর মধ্যে অর্ন্তভূক্ত হয়েছেন ৫১ জন এবং বাদ পড়েছেন ১৫৫ জন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …