বুধবার :: ০৭.০২.২০১৮
ভোলাহাটে মাদক বিক্রেতা ও সেবনকারীরর ২ বছরের জেল প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযানে গতকাল রাত ১০টার দিকে এক মাদক বিক্রেতা ও সেবনকারীকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ব্যক্তি হচ্ছে উপজেলার ধরমপুর গ্রামের মালেকের ছেলে আলাউদ্দিন। উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের উত্তর গেটের বাইরে আলাউদ্দিন মাদক সেবন করে মাদক বিক্রয় করলে, ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় সে নেশাগ্রস্থ ছিল এবং তার কাছে ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়। তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে সহকারী ভূমি কমিশনার পিএম ইমরুল কায়েশ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২ বছরের বিনা কারাদন্ড প্রদান করেন।