বুধবার ঃঃ ১৫.০৩.২০১৭
ভোলাহাট মোহবুল্লাহ কলেজ জাতীয় করনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ দুপুরে ভোলাহাট মেডিকেল মোড়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা এ মানবন্ধনে অংশ নেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রহমত আলী, উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, সংগঠক আব্দুল গাফ্ফার মুকুল, অভিভাবক এশরামুল হকসহ অন্যান্যরা। এসময় বক্তরা উপজেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথকে আরো সুগম করতে দ্রুত কলেজটি জাতীয়করনের দাবি জানান।