ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।

মঙ্গলবার ঃঃ ১১.০৭.২০১৭
ভোলাহাটে পরিবাবর পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসানের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হকসহ অন্যান্যরা। আলোচনা শেষে সফল কাজের জন্য শ্রেষ্ঠ পুরুস্কার হিসেবে ক্রেষ্ট ও সম্মানাপত্র প্রদান করা হয় এফডাব্লুএ আরফাতুন নেশা, নুরজাহান খাতুন, সুরাইয়া খাতুন, ইয়াসমিন আক্তারকে এবং দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দেয়া হয় শ্রেষ্ঠ পুরুস্কার সন্তোষ্ট দম্পতি হিসেবে পুরুস্কৃত করা হয় সাংবাদিক গোলাম কবির ও স্ত্রী মানসুরা খাতুনকে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …