রবিবার::২৬.০২.২০১৭
ভোলাহাটে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান, রচনালিখন ও প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, শিক্ষক আব্দুর রাকিব, এনজিও রূপান্তর খুলনার ফিল্ড কো-অর্ডিনেটর রাবেয়া বসরীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া, সাধারণ জ্ঞান, রচনা লিখন ও প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও পিস প্রকল্পের আয়োজনে, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে ও রূপান্তর-খুলনার সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।