রবিবার:: ২০/০৮/২০১৭
ভোলাহাটে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে চরধরমপুর হাই স্কুলে বন্যা দূর্গত এলাকায় জনসাধারনের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ আলী উপস্থিত থেকে উপজেলার ১শ ৫০জন বানভাসি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রান বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, পোল¬াডাংগা বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রহমান, চরধরমপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম, বিআইপি খালেদসহ অন্যান্যরা। ত্রান বিতরণ শেষে সেক্টর কমান্ডার ও ৫৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার বন্যা পরিস্থিতি দেখতে বিভিন্ন দূর্গত এলাকা পরিদর্শন করেন এবং আগামীতে দূর্গতদের জন্য ত্রানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।