
ভোলাহাট ইউনিয়নের চামুচা গুচ্ছ গ্রামে অভিযান পরিচালনা করে ০১টি গর্তের মধ্যে পলিথিন এবং স্কচটেপ মোড়ানো অবস্থায় ০১টি ওয়ান শুটারগান এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান এর নেতৃতে আজ সকালে ঐ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রটি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি ভোলাহাট থানায় জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় বিজিবি। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।