রবিবার:: ০৩/০৯/২০১৭
ভোলাহাটে আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসিদের ঈদ কাটছে অন্যের খাবার খেয়ে। কুরবানীর পশু কেনার শক্তি ছিলো না তাদের। ঈদের দিন বেলা ১১টার দিকে ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ গোস্ত ও ভাত রান্না করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে বানভাসি ২শত পরিবারের ৮শত সদস্যদের মাঝে বিতরন করেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে বানভাসিদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেখা করেছেন। তারা ১৬দিন ধরে আশ্রয় কেন্দ্রে রয়েছেন বলে জানান। পানি নেমে যাওয়ায় কেউ কেউ বাড়ী ফিরে গেছেন বলে জানান। তবে অনেকেই বাড়ী বসবাসের অনুপযোগী থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন। অনেকের বাড়ী ভেঙ্গে যাওয়ায় এখনও বাড়ী যাওয়া অনিশ্চিত বলে তারা জানিয়েছেন।