মঙ্গলবার::২২-০৮-২০১৭
ভোলাহাটে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ ও আলী সাহাসপুর গ্রামের মহানন্দা নদীর তীরে বন্যা রক্ষা বাঁধে ফাটল ধরায় ইউনিয়নবাসির মধ্যে আত্মংক ছড়িয়ে পড়েছে। আজ সকাল থেকে নদীর ফুলে থাকা পানির চুয়াট নামা শুরু করলে এলাকার লোকজন ঘটনা স্থলে ছুটে আসে এবং সরকার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের খবর দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেন। পরে স্থানীয় গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। দ্রুত ফাটল প্রতিরোধে মাটি ভর্তি বস্তায় আক্রান্ত স্থানে ফেলা শুরু করেছেন দুপুর ১২টা থেকে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডেও সাথে যোগাযোগ করেছেন এবং তাদের টিম ঘটনা স্থলে দ্রুত পৌঁছবেন। বিষয়টি জেলা প্রশাসককেও জানানো হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।