রবিবার::১২.০২.২০১৭
ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে বসানিটোলা ফুটবল দল। আজ তারা ২-১ গোলে হাজার বিঘি ফুটবল দলকে পরাজিত। বিজয়ী দলের পক্ষে মমিনুল ও মাসুদ ১টি করে এবং বিজিত দলের পক্ষে সেলিম ১টি গোল করে।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …