ভোলাহাটে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে বড়গাছি অর্নিবাণ যুবক সমিতি।

শনিবার ২৫.০২.২০১৭

 

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি ফুটবল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টূর্নামেন্টে জয় পেয়েছে বড়গাছি অর্নিবাণ যুবক সমিতি। আজ তারা বাগবাড়ী ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একাই ৩টি গোল করে রিন্টু। আগামীকালের খেলায় অংশগ্রহন করবে শাহবাজপুর বনাম গোমস্তাপুর ফুটবল দল।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …