শনিবার ২৫.০২.২০১৭
ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি ফুটবল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টূর্নামেন্টে জয় পেয়েছে বড়গাছি অর্নিবাণ যুবক সমিতি। আজ তারা বাগবাড়ী ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একাই ৩টি গোল করে রিন্টু। আগামীকালের খেলায় অংশগ্রহন করবে শাহবাজপুর বনাম গোমস্তাপুর ফুটবল দল।