বৃহস্পতিবার ঃঃ ১৩.০৭.২০১৭
ভোলাহাটে ফেনসিডিলসহ একজনকে আটক করে থানায় সোর্পদ করায় ইউএনও’কে উপজেলাবাসির অভিনন্দন। আটককৃত ব্যক্তি হচ্ছে কাশিমপুর গ্রামের মৃত: দানেশ আলীর ছেলে ফরহাদ। গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান গতকাল উপজেলার মেডিকেল মোড়ে ঢাকায় ছেড়ে যাওয়া একটি পরিবহনে তল্লাশী চালিয়ে ব্যাগে থাকা ৪৯ বোতল ফেনসিডিলসহ ফরহাদকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদের স্বীকারোক্তিমূল জবানবন্দী গ্রহণ করে ভোলাহাট থানায় সোর্পদ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান জানান, ভোলাহাট থেকে ঢাকা গামী সব পরিবহন কড়া নজরদারীর মধ্যে থাকবে। উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে ভোলাহাট উপজেলার সুশীল সমাজের মানুষ অভিনন্দন জানিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণে তাকে সহযোগিতা করবেন। এ ব্যাপারে ভোলাহাটের অফিসার ইনর্চাজ মহসিন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …