সোমবার:: ১৪.০৮.২০১৭
ভারত থেকে ধেয়ে আসা পানির তোড়ে ফুঁসে উঠছে ভোলাহাট উপজেলার মহানন্দা নদী। বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত না হলেও মহানন্দা নদী ফুঁসে উঠাতে আতংক বিরাজ করছে ভোলাহাট উপজেলা বাসির। এদিকে টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির ফসল তোলা নিয়ে দুঃশ্চিন্তায়। জলাশয়গুলোতে ছেড়ে রাখা মাছ পানিতে ভেসে যাওয়া, রাস্তার গর্তের সৃষ্টি হয়ে চলাচলে বাধা সৃষ্টিসহ নানা সমস্যায় আঁকড়ে ধরেছে মানুষকে। মহানন্দা নদীর পানি বজরাটেক, পোল¬াডাংগা, ময়ামারী গ্রামের বাঁধ ভেঙ্গে প্রবেশ করলে উপজেলার ৩টি ইউনিয়ন ভোলাহাট, গোহালবাড়ী ও দলদলীর মানুষ চরম বিপদের মধ্যে পড়বে। ফলে এখনি পূর্ব সর্তকতা জারি করার প্রয়োজন।