ভোলাহাটে প্রানিসম্পদ সেবা ক্যাম্প

বুধবার :: ২১.০৩.২০১৮

দেশ স্বল্পন্নত থেকে উন্নয়নশীল হিসেবে উন্নিত হওয়ায় ভোলাহাট উপজেলা প্রানিসম্পদ দপ্তর আজ প্রানিসম্পদ সেবা ক্যাম্পের আয়োজন করে। বিকেলে উপজেলার পঞ্চানন্দপুর গ্রামের প্রায় তিন শতাধীক গরু, ছাগল ভেড়াকে বিনামূল্যে টিকা, চিকিৎসা, ডি-ওয়ার্মিং, কৃত্রিম প্রজনন, ঘাসের কাটং বিতরণ ও পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত থেকে সেবা প্রদান করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল, ভিএস আব্দুল লতিফ, এফএ শফিকুল ইসলাম, ভিএফএ আব্দুস সালাম, সানাউল¬াহ ও ভিএফএ ইন্টার্ণ আহমেদ হাসান। এ সময় প্রানিসম্পদ কর্মকর্তা বলেন, দেশ উন্নয়নশীল হওয়ায় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …