
ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ চত্বর আনন্দ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, মৎস্য কর্মকর্তা মুহা: ওয়ালিউল ইসলাম, নাচোল মৎস্য অফিসের ফার্ম ম্যানেজার আব্দুর রহিমসহ অন্যরা। এ সময় ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ১০ টি জলাশয়ে মোট ২’শ ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়।