ভোলাহাটে না ফেরার দেশে চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা সিরাজুল।

শনিবার ২৫.০২.২০১৭

 

৭১র রণাঙ্গণের বীরসৈনিক, সেনাবাহিনীতে চাকরী করে অবসর নেয়ার পর ইউনিয়ন পরিষদের মেম্বার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আজ সকালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লয়াাহি ওয়া ইন্না ইল্লাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ও ১ প্রতিবন্ধী মেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পরে বিকাল সাড়ে ৫টায় গার্ড অফ ওর্নার প্রদান শেষে গোহালবাড়ী জামে মসজিদ কবরস্থানে মৃতকে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, থানার এসআই সঞ্জয় কুমার সাহা ও তার সঙ্গিয় পুলিশ ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …