শুক্রবার ০৩.০৩.২০১৭
ভোলাহাটে ছাত্র সমিতি ও পাঠাগারের উদ্দ্যোগে নাইট মিনি পিচ ক্রিকেট টুর্ণামেন্ট গতকালের ফাইনাল খেলায় শহীদুজ্জামান রয়েল ক্রিকেট টিম ২৪ রানে জয় লাভ করে। শহীদুজ্জামানের দল ২৩টি ৪ মেরে ৯৪ রান ও বজরাটেক কিংস দল ১৭টি ৪ মেরে ৬৮ রান সংগ্রহ করে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের সৈকত আলম ও কিংস দলের জাহাঙ্গীর হোসেন ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়।