বৃহস্পতিবার ঃঃ ০৬.০৭.২০১৭
ভোলাহাটের দলদলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল শারীরিক এক নারী প্রতিবন্ধির যাবতীয় চিকিৎসার খরচের দায়িত্ব নেয়ার ঘোষনা দিলেন আনুষ্ঠানিক ভাবে। আজ তার ইউনিয়ন পরিষদের নিজ্স্ব চত্বরে মিড-ডে মিলের অনুষ্ঠানে মুশরীভূজা খাসপাড়া গ্রামের মৃতঃ গোলাম মোস্তফার বাবা-মা হারা শারীরিক প্রতিবন্ধি মোস্তারি খাতুন কে উন্নত চিকিৎসার জন্য ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসানের মাধ্যমে ৫ হাজার টাকার চেক তুলে দেন এবং উন্নত চিকিৎসার জন্য এ অসহয় নারীর যাবতিয় চিকিৎসা খরচের দায়িত্ব গ্রহণ করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …