রবিবার :: ২৪.১২.২০১৭
ভোলাহাট থানার জামবাড়িয়া ইউনিয়নে বড় জামবাড়িয়া গ্রামে বিএসএল বড় জামবাড়িয়া সুপারলীগ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন করা হয়েছে। আজ বিকেলে মোসাব্বর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড় জামবাড়িয়া বিএসএস এর সভাপতি তারেক ইসলাম। আজকের ১ম খেলায় নূর ফার্মেসি ৫-১ গোলে তানিশা ফুটবল দল একাদশকে পরাজিত করে। সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অব দ্যা ম্যাচ হচ্ছে হচ্ছে বিজয়ী দলের মারুফ ইসলাম। ম্যান অব দ্যা সিরিজ হচ্ছে মোহম্মদ রাব্বি। আগামীকালের খেলায় অংশগ্রহন করবে মুহিন ফুটবল একাদশ বনাম ইমরান ফুটবল দল।