ভোলাহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

সোমবার :: ০২.০৪.২০১৮

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স আয়োজিত জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে মেডিকেল মোড়ের প্রতিবন্ধি একাডেমির শিক্ষার্থীদের কৃমি ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েশ, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গণিসহ অন্যান্যরা। ৫ হতে ১৬ বছর বয়সের স্কুলগামী শিক্ষার্থীসহ বিদ্যালয় বর্হিভূত সকল শিশুদের ১ ডোজ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ১ এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত ট্যাবলেট খাওয়ানো চলবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …