শনিবার ঃঃ ১৮.০২.২০১৭
ভোলাহাটে গাঁজা বিক্রির দায়ে একজনকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা প্রদান করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশের একটি টহল দল উপজেলার সদর ইউনিয়নের নামো পাঁচটিকরী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী তাজনুর বেগমকে কয়েক পুড়িয়া গাঁজাসহ তার বাড়ীর সামনে থেকে গ্রেফতার করে। তাজনুর বেগম দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলো। পরে আজ গ্রেফতারকৃত ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে নিয়োজিত শারমিন ইয়াসমিনের কার্যালয়ে নেয়া হয়। আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম ৬মাসের সাজা প্রদান করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ভোলাহাট থানার ওসি মহসীন আলী।