মঙ্গলবার::২২-০৮-২০১৭
জনতাই পুলিশ পুলিশই জনতা শ্লোগানে জঙ্গী মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গিকার নিয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বড়গাছী উচ্চ বিদ্যালয়ে ভোলাহাট থানা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিনের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান এবং বিশেষ অতিথি ছিলেন, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুসফিকুর রহমান তারা। ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত কবির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বড়গাছী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ সুলতান, জাঙ্গীর আলম, জামবাড়ীয়া ইউপি সদস্য শহীদুল ইসলাম নাসিম, আব্দুস সামাদসহ অন্যান্যরা।