বুধবার:: ১৬.০৮.২০১৭
ভোলাহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেলে ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার পোল¬াডাংগার মোড়ে বজরাটেক পিরানচক গ্রামের বুলু মিয়ার ছেলে রিপন ও রাধানগর কলোনীর সাইদুরের ছেলে আবুল কালাম। ভোলাহাট থানার ওসির নির্দেশে এসআই মহিদুরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।