ভোলাহাটে আরো একটি ঢাকা কোচ উদ্বোধন।

মঙ্গলবার ২৮.০২.২০১৭

 

দেশে প্রত্যন্ত অঞ্চল ভোলাহাট উপজেলা থেকে ভোলাহাট টু ঢাকা নারায়নগঞ্জ গামী আরো একটি যাত্রীবাহি বাসের শুভ উদ্বোধন করা হয়েছে। আগে ঢাকা গামী ২টি বাসে যথাযথ যাত্রী সেবা দিতে না পারায় চাঁপাই ট্রাভেলস নামে আরো ১টি নতুন নাইট কোচ ‘চাঁপাই ট্রাভেলস’ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার মেডিকেল মোড়ের চাঁপাই ট্রাভেলসের নিজস্ব কাউন্টারে উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মলিক সমিতির সহসভাপতি অজিউল হকের সভাপতিত্বে কোচটির উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট থানার ওসি মহসীন আলী, পুলিশ পরিদর্শক তদন্ত কবির হোসেন, ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বাসের যাত্রীদের সেবার মান বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …