ভোলাহাটে আম ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা

শনিবার :: ১০.০৩.২০১৮

২০০১ সালে গড়ে উঠা আম ফাউন্ডেশন ভোলাহাটের জমকালো আয়োজনের মধ্যদিয়ে সকাল ১০টায় শুরু হওয়া ১২তম বার্ষিক সাধারণ সভা নিজস্ব চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আম ফাউন্ডেশন ভোলাহাটের সভাপতি আব্দুল¬াহ আল মামুন। ৪হাজার ২শত ৪৬জন সদস্যের এ ফাউন্ডেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ভোলাহাট অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন। সভায় কর্মসূচীর মধ্যে পর্যায়ক্রমে মৃত সদস্যদের জন্য শোক প্রস্তাব করে বিশেষ দোয়া ও তাদের নমিনীদের অনুদান প্রদান করা হয়। পরে, উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব। ফাউন্ডেশনের পক্ষে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি আব্দুল¬াহ আল মামুন। গত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন, ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ফাউন্ডেশন সহ সভাপতি আমিনুল হক, সহ সভাপতি সফিকুল ইসলাম তোতা। তৃণমূল থেকে উঠে আসা আম বাগানের ও ফাউন্ডেশনের নানা সমস্য নিয়ে আলোচনা ও সমাধানের সিদ্ধান্ত। বিভিন্ন বিষয় তুলে ধরে সমস্যা সমাধানের লক্ষে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু বক্তব্য রাখেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …