রবিবার :: ০৪.০৩.২০১৮
ভোলাহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে দেখতে এসে তাৎক্ষণিক ঘোষণায় উপজেলা প্রশাসনের পক্ষে, প্রত্যেকটি পরিবারকে ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল¬াহ আল মামুন, প্রকৌশলি আলহাজ্ব আমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলি মুনিমুল হকসহ অন্যরা। উলে¬খ্য গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার ময়ামারী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।