বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮
ভেনেজুয়েলার একটি শহরের থানা হাজতে দাঙ্গা ও অগ্নিকা-ের ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। দেশটির কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরে গতকাল এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, হাজত থেকে পালানোর জন্য বন্দীরা নিজেদের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়। এদিকে, আগুন লাগার খবরে বন্দীদের স্বজনরা চারপাশে ভিড় করলে পুলিশ তাদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস শেল ছোড়ে। বন্দীদের স্বজনরা বলছেন, অনেকেই অগ্নিকা-ের পর ধোঁয়ার কারণে শ্বাসবন্ধ হয়ে মারা গেছেন। রাজ্যের প্রধান আইন কর্মকর্তা তারেক সাব জানান, থানা হাজতে কেন এবং কিভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে খুব দ্রুত তদন্ত শুরু করা হবে।