ভুল চিকিৎসায় মারা যাওয়া ঢাবি শিক্ষার্থী চৈতীর দাফন সম্পন্ন

শুক্রবার::১৯:০৫:২০১৭

চিকিৎসকের ভুল চিকিৎসায় অকালে ঝরে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতির আজ সকাল ১০টায় দাফন সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মাহবুব আলম, ঢাকা থেকে আসা চৈতীর সহপাঠি সহ স্থানীয় কয়েক হাজার মানুষ। এর আগে ভোর ৬টার দিকে চৈতীর লাশ তার গ্রামের বাড়ি লছমানপুরে নিয়ে আসা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় আফিয়া জাহিন চৈতির মৃত্যু হয়। ওই শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপতালটিতে ভর্তি হলেও তাকে দেওয়া হয়েছে ক্যান্সারের চিকিৎসা। বৃহস্পতিবার বিকেলেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা হাসপাতালে এসে ভাংচুর চালান।
এদিকে, এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়েছেন ওই হাসপাতালের পরিচালক এম এ কাসেম। ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহিল কাফী বলেন, আজ বিকেলে ওই পরিচালককে থানায় নিয়ে আসা হয়েছিল। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাসপাতালের পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …