ভিসি প্যানেলের কার্যক্রম স্থগিত।

বৃহস্পতিবার ঃঃ ০৩.০৮.২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের জন্য মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সভা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ-সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে, তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভিসির পদের দায়িত্ব পালনের মেয়াদ অতিক্রম করে তাহলে, বর্তমানে যিনি রয়েছেন তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। উল্লেখ্য, গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের লক্ষে সিনেট তিনজনের নাম চূড়ান্ত করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …