মঙ্গলবার ঃঃ ০৮.০৮.২০১৭
ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরও ৩টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ২১টি। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ সাংবাদিকদের এ তথ্য জানান। বাতিল হওয়া হজ ফ্লাইটগুলোর মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের, বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের। তিনি বলেন, ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ ও সৌদি বিমানের হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিকে, আগামী ১০ আগস্টের মধ্যে হজযাত্রীদের জন্য এজেন্সিগুলো ভিসার আবেদন না করলে, তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ আল্টিমেটাম দেন। ধর্মমন্ত্রী বলেন, ৪৮টি এজেন্সির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে, তার মধ্যে ২৬টি এজেন্সি ভিসার আবেদন করেছে। বাকি ২২টি এজেন্সিও ১০ তারিখের মধ্যে ভিসার জন্য আবেদন না করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।