ভিডিও বার্তায় সবকিছু জানাবেন তামিম

বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। সেটি বেশ বড় চমকই বলা যায়। গত জুলাইয়ে অবসর ভেঙে ফেরার পর তার বিশ্বকাপে খেলা নিয়ে কখনোই তেমন শঙ্কা ছিল না। তবে ইনজুরির কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা।  এর মধ্যে নানা গুঞ্জনও ছড়ায়। তামিম ইকবাল বিশ্বকাপে কেবল পাঁচ ম্যাচ খেলতে চেয়েছেন, এমন খবরও ছড়ায়। দল ঘোষণার পর এখনও অবধি কোনো মন্তব্য করেননি তামিম। তবে দেশ ছাড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন এই উদ্বোধনী ব্যাটার। এ বিষয়ে তামিম বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। ’ গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে।  আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে। ’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top