সোমবার :: ১৮.০৯.২০১৭
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ছোট তিনটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। আজ কর্মকর্তারা একথা জানান। তারা জানান, সাবানজরিয়া নদী থেকে এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়, এদের মধ্যে আটজনই শিশু। আসামের রাজধানী দিসপুর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমে গোয়ালপাড়া জেলায় এসব নৌকা ডুবির ঘটনা ঘটে। কর্মকর্তার জানান, তারা নৌকা প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিল। এ সময় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নৌকা তিনটি ডুবে যায়। এদিকে, আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল আসামের বিভিন্ন স্থানে প্রচন্ড ঝড় আঘাত হানে। উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর প্রদেশে এক নৌকা ডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়।