
ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে আবার নিরাপত্তা নিয়ে নতুন দাবি তুলল পাকিস্তান। ভারতে তাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসির দ্বারস্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সে দেশের সরকার। এদিকে, গতকাল পাকিস্তানের কয়েকজন মন্ত্রীকে সদস্য করে বানানো পাকিস্তানের উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসেছিল। দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগস্টের তৃতীয় সপ্তাহে একটি নিরাপত্তা প্রতিনিধিদল ভারত সফরে যাবে। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করবে। পরবর্তীতে বিশ্বকাপ ম্যাচের ভেন্যুগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে পাকিস্তানের প্রতিনিধি দল। শুধু তাই নয়, আইসিসি থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে একটি লিখিত পত্রও চাইবে পাকিস্তান। এরপরই তারা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।