শুক্রবার :: ০৮.০৯.২০১৭
ভোলাহাটে অবৈধ ভাবে ভারতীয় সীমান্ত প্রবেশ করার দায়ে ৯ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার হাঁসপুকুর গ্রামের আকবারুল ইসলাম, চরধরমপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, চাঁনশিকারী গ্রামের কিয়ামত আলী, খালেআলমপুর ওয়েল আলী, একই তৈয়মুর রহমান, চরধরমপুর গ্রামের হাবিবুর রহমান, একই গ্রামের ওহেদুর ইসলাম, ডালিম ও কালাম। বিজিবি জানায়, ভারতের ৩ আর ও ৫ আর পিলারের মধ্যস্থলে অবৈধ ভাবে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী তাদেরকে আটক করে। পরে বিজিবি ৫৯ ব্যটালিয়ন আটককৃতদের বিএসএফ’র কাছ থেকে উদ্ধার করে ভোলাহাট সোপর্দ করে এবং ভারতে অবৈধ প্রবেশের দায়ে ভোলাহাট থানায় বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি‘র ৫৯ ব্যাটালয়নের পরিচালক লে.কর্ণেল রাশেদ আলী জানান, গ্রেফতারকৃতরা সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাদের মধ্যে ১জনকে ধরে ফেলে বিএসএফ সদস্যরা। অন্য ৮জন লুকিয়ে থাকে। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে আলোচনা করে তাদেরকে ফেরত আনা হয় এবং ৯জনকে ভোলাহাট থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।