
পর পর ৩ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজস্থান। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৩বার কম্পন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জয়পুরে। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অধিকাংশ মানুষ। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির তথ্য অনুযায়ী, আধঘণ্টার মধ্যে পর পর কম্পন অনুভূত হয় রাজস্থানের জয়পুরে। স্থানীয় সময় ভোর ৪টা ৯ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। সে সময় রিখটাল স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। উৎসস্থল ছিল জয়পুর এলাকার ১০ কিলোমিটারের গভীরে। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ঠিক ৪টা ২২ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ১। এটির উৎসস্থল ছিল জয়পুরের ৫ কিলোমিটার গভীরে। এরপর তৃতীয় কম্পনটি অনুভূত হয় ৪টা ২৫ মিনিটে। সে সময় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। উৎসস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।