বৃহস্পতিবার :: ০৬.০২.২০২০।।
৩৪৭ রান করেও নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি প্রথম ওয়ানডেতে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ভারতীয়দের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে।
এরই মধ্যে ভারতকে আরও একটি বড় দুঃসংবাদ দিলো আইসিসি। টানা তিন ম্যাচে ¯েøা ওভার রেটের জরিমানা করা হলো ভারতীয় দলকে। বিরাট কোহলিদের ম্যাচ ফি’র মোট ৮০ ভাগ জরিমানা হিসেবে কেটে রাখার ঘোষণা দিয়েছে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়েও বোলিং শেষ করতে চার ওভার বেশি সময় লাগিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আইসিসি নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য ২০ ভাগ করে ম্যাচ ফি জরিমানা হিসেবে কাটা হবে।