বুধবার :: ২২.০১.২০২০।
ভারতের পাটনায় অনুষ্ঠিত চার দলের টিটোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আজ সিরিজের ফাইনালে ভারত বি’ দলকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সালমা-জাহানারারা। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি ভারত বি দল। চার দলের সিরিজে বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত এ’ ও ভারত বি’ দল অংশ নিয়েছিল।