শুক্রবার :: ১৭.০১.২০২০।
৪ দলীয় টি-২০ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন অবস্থান করছে ভারতে। এই টুর্নামেন্টের ১ম ম্যাচেই ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়। ব্যাটিংয়ে নেমেই জাহানারা আলম, ফাহিমা খাতুনদের বোলিং তোপে পরে ভারতীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৭ রান দিয়ে ২ উইকেট, জাহানারা আলম ১৪ রান দিয়ে ১ উইকেট ও নাহিদা খাতুন ১৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেয়। ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটের জয় তুলে নেয়। বাংলাদেশের হয়ে ৩২ রান করে অপরাজিত থাকেন নিগার সুলতানা।