
অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে ছিল। জয়ের আশাও জাগিয়েছে তারা। কিন্তু স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের বিদায়ের পর তা আর হয়ে ওঠেনি। একে একে পড়তে থাকে উইকেট। শেষদিকে এসে চমক দেখালেন স্টুয়ার্ট ব্রড। শেষ উইকেট নিয়ে তিনি নিজের বিদায়ী ম্যাচ করে রাখলেন স্মরণীয়। দারুণ এক জয়ে সিরিজে সমতা নিয়ে শেষ করে ইংলিশরা। অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনে ওভালে স্বাগতিকরা জিতল ৪৯ রানে। ৩৮৪ রানের বড় লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ১৪০ ও একটা পর্যায়ে ৩ উইকেটে ২৬৪ রানের শক্ত অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে রেখে তাদের দরকার ছিল মাত্র ১২০ রান। এরপরই ধ্বস নামে। উইকেট আসা-যাওয়ার মিছিলে ৩৩৪ রানেই গুটিয়ে যায় তারা।