ব্যাটিং তান্ডবে চ্যাম্পিয়ন পুরানের এমআই নিউইয়র্ক

ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর তান্ডবে চালালেন ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান। আর তাতে ভর করে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের শিরোপা জিতলো তাঁর দল এমআই নিউইয়র্ক। আজ ভোরে ফাইনালে সিয়াটল অর্কাসকে ৭ উইকেটে হারায় এমআই। আগে ব্যাট করে ১৮৩ রানের সংগ্রহ পায় সিয়াটল। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় পুরানের দল। ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুর দিকেই ওপেনার স্টিভেন টেলর বিদায় নিলে হাল ধরেন নিউইয়র্কের অধিনায়ক পুরান। ব্যাট হাতে মাত্র ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১০টি চার ও ১৩টি ছক্কায় সাজানো ইনিংস খেলে ১৬তম ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top