মঙ্গলবার :: ১৩.০৩.২০১৮
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে মুহ্যমান বাংলাদেশর পুরো ক্রিকেট দল। নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে জাতীয় ক্রিকেট দল। আগামীকাল ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, বাংলাদেশ দল কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে। লিগ পর্বে ছয় ম্যাচের চারটিই অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে। ১৮ মার্চ ফাইনালের আগে আরো দু’টি ম্যাচ। যে দুই ম্যাচের উপরই অঙ্কিত হবে ফাইনালের রূপরেখা। দুই ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। আর আগামী শুক্রবার শেষ ম্যাচে লড়াই বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার।