মঙ্গলবার ঃঃ ০৭.০৩.২০১৭
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহায়তায় আজ মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলী। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বোয়লিয়া ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর, প্রয়াসের প্রজেক্ট কোঅডিনেটর আব্দুল বারী ও সমাজসেবী আলহাজ্ব মেসের আলী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুস সালাম। আলোচনা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, রূপান্তরের সহযোগিতায় পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ইতোপূর্বে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে। আজ ওই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।